পরোকোড়া ইউপি -তে ২ টি খাল বিদ্যমান।
১টি খাল টাংগারপুল হইতে তালসরা গ্রাম অতিবাহিত করে ওষখাইন গ্রাম দিয়ে বয়ে গেছে।
আরেক টি খাল পূর্বকন্যারা হইতে ভিংরোল গ্রাম দিয়ে অতিবাহিত করে গেছে।
এই ইউনিয়নে প্রতিটি গ্রামের মাঝে এই খালের পানি অতিবাহিত হয়। যার ফলে কৃষকদের চাষাবাদ করতে কোন সমস্যা হয়না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস